খােলা বাজার২৪, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৯ বছর পূর্ণ মিলনী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা শাখার আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদ সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদ সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান ফারুক, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এনামুল হক, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা- উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ। সভার সঞ্চালন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম।