খােলা বাজার২৪, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭: গাইবান্ধায় নিজ দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই সঙ্গে সংসদ সদস্যসহ সাধারণ মানুষের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন তিনি।
রোববার জাতীয় সংসদে লিটনের মৃত্যুতে আনা শোকপ্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা কখনও মেনে নেওয়া যায় না।
“অবশ্যই লিটনের হত্যার সঙ্গে যারা জড়িত, ঠিকই আমরা তাদের খুঁজে বের করব। যথাযথ শাস্তি আমরা দেব।”
গত ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে এমপি লিটনকে হত্যা করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। তিন সপ্তাহেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আওয়ামী লীগের এই সংসদ সদস্যকে খুনের জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে আসছেন শেখ হাসিনা। তবে জামায়াত নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
সংসদে বক্তব্েযও লিটন হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন প্রধানমন্ত্রী।
২০১৩ সালে যুদ্ধাপরাধের রায়ের পর থেকে তিনি বছর নাশকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিএনপি-জামাতের এই তাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লিটন সুন্দরগঞ্জে শান্তি ফিরিয়ে এনেছিলেন।
“সুন্দরগঞ্জ ও তার আশাপাশের মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছিল। মনে হয়, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই ছিল তার বড় অপরাধ। এজন্যই তাকে টার্গেট করে। সারা বাংলাদেশে জামায়াত-বিএনপির যে হত্যাযজ্ঞ, স্বাধীনতাবিরোধী চক্রের এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে লিটন।”
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর এমপি লিটনের এলাকায় জামায়াতের তাণ্ডব চলে। তখন পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালিয়ে কয়েকজন পুলিশকে হত্যা করা হয়।
লিটনের স্ত্রীও তার স্বামীকে হত্যার জন্য জামায়াতকে দায়ী করে দুই যুগ আগে সুন্দরগঞ্জে গোলাম আযমের একটি সভা পণ্ড করে দেওয়ার কথা বলেছিলেন।
শেখ হাসিনা বলেন, “গোলাম আযমকে সুন্দরগঞ্জে লিটন মিটিং করতে দেয়নি। আমরা যুদ্ধপরাধীদের বিচার করছি তারা সেই প্রতিশোধও নিতে যাচ্ছে।
“আওয়ামী লীগের নেতাকর্মী, সংসদ সদস্য কোথাও একটু শক্ত হয়ে দাঁড়াচ্ছে, তাকে শেষ করে দিচ্ছে; হত্যা করা, এভাবে নানা পরিকল্পনা তাদের।”
আওয়ামী লীগ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “লিটনকে হত্যার মুল নায়ক হচ্ছে জামাত-শিবির-বিএনপি। এই হত্যার কোনো সাক্ষী লাগে না, কোনো প্রমাণ লাগে না। একনম্বর আসামি হল বেগম খালেদা জিয়া। আপনাকে উত্তর দিতে হবে, কেন তাকে হত্যা করা হল।”
খুনিদের ধরতে ওই এলকায় চিরুনী অভিযান চালাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “লিটনের হত্যাকারী ও পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তার হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারীকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।”