খােলা বাজার২৪, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭: অর্ধেক দামে কিংবা একটির সঙ্গে অনেকগুলো পণ্য ফ্রির মত বিভিন্ন রকম অফারের জোয়ার চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বিক্রেতারা বলছেন পণ্যের প্রচারের জন্যই এইসব অফার দিচ্ছেন তারা। তবে অস্বাভাবিক কিছু অফারের মাধ্যমে ক্রেতাদের ঠকানো হচ্ছে বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা।
একটি কিনলে ১০ টি ফ্রি, অর্ধেক দাম কিংবা গাড়ির মত বিশাল অফারের জোয়ার চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। অফারের দিক থেকে সব থেকে বেশি এগিয়ে আছে ক্রোকারেজ এর স্টল। একটি পণ্যের সাথে ৩ টি ৫ টি কোথাও কোথায় ১০ টি পর্যন্ত ফ্রি থাকছে। আর সেই সব অফারের নানা খুঁটিনাটি বোঝাতে ব্যস্ত এসব দোকানিরা। প্রশ্ন হল এই সব মেগা অফার কিভাবে দিচ্ছেন বিক্রেতারা?
বিক্রেতারা বলছেন, কাস্টমার যদি কোথাও থেকে কোন পণ্য কেনে তাহলে তাদের একটা লাভ দিতে হবে। সেই লাভটা তারা না নিয়ে সব মিলিয়ে একটা প্যাকেজ দিয়ে দিচ্ছেন।
মেলা উপলক্ষে শুধু মাত্র পণ্যের প্রচারের জন্য তাদের এই বিশাল অফার বলেও জানিয়েছেন বিক্রেতারা।
এদিকে পণ্য বিক্রির কৌশল হিসেবে এ ধরনের অফারকে স্বাগত জানালেও পণ্যের গুনগত মান নিয়ে সন্দেহ রয়েছে ক্রেতাদের।
তাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আন্তর্জাতিক রূপ ও মান ধরে রাখতে পণ্যের গুনগত মান বজায় রাখা জরুরী বলেই মনে করেন সবাই। সময়টিভি