Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখােলা বাজার২৪, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭: ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে শতাধিক নতুন বসতি স্থাপনের অনুমতি দিয়েছে দেশটি। ইসরাইলপন্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দুই দিনের মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জেরুজালেমের ডেপুটি মেয়র মেইর তুর্গেমেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা অবশেষে বসতি নির্মাণ করতে পারবো।’
ইসরাইলি কর্মকর্তারা জানান, তারা এতোদিন বারাক ওবামার ক্ষমতা ছাড়ার অপেক্ষায় ছিলেন কারণ ওবামা প্রশাসন অধিকৃত ভূমিতে বসতি স্থাপনের সমালোচনা করেছিল। তাই নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার পরেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিলম্বিত অনুমোদন দেন।
এর ফলে জেরুজালেমের সিটি হল অধিকৃত পূর্ব জেরুজালেমে ৫৬৬ জন বসতিস্থাপনকারীকে নতুন বসতি স্থাপনের অনুমতি দেয়। কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী, পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন করা অবৈধ বিবেচনা করা হয়। যদিও ইসরাইলি কর্তৃপক্ষ বরাবরই এটি উপেক্ষা করে এসেছে।
রোববার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু জানান, ওইদিন সন্ধ্যায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেক ইস্যু নিয়েই কথা বলার আছে। এর মধ্যে রয়েছে ইসরাইল-ফিলিস্তিন ইস্যু, সিরিয়ার পরিস্থিতি এবং ইরানি হুমকি।’
উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরাইলি বসতি স্থাপনের সমালোচনা করে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়। এসময় মার্কিন যুক্তরাষ্ট্র ভোট দানে বিরত ছিল। অথচ এর আগে এধরনের প্রস্তাবে দেশটি বরাবরই ভেটো প্রদান করে ইসরাইলকে সমর্থন জানাতো।নেতানিয়াহু এই ঘটনায় ওবামা প্রশাসনের নিন্দা জানায়।
১৯৬৭ সালের ইসরাইল-আরব যুদ্ধের পর পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর এবং গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইল। যদিও অধিকৃত অঞ্চলে বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ কিন্তু এই অঞ্চলের ১৪০টি বসতিতে বর্তমানে ৫ লাখের বেশি ইহুদী বাস করছে।