খােলা বাজার২৪, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭: মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিস্ট হাসপাতালে অনিয়ম-অব্যাবস্থাপনা ও ঘুষ দুর্নীতি প্রতিকারের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম।
সোমবার (২৩ জানুয়ারী) সকাল ১০ টায় চৌমোহনা চত্তওে মাহমুদুর রহমান মাহমুদের সভাপতিত্বে ও চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শ. ই. সরকার জবলু, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সহ-সভাপতি মতিউর রহমান, সাধারন সম্পাদক জিতু তালুকদার, সহ- সম্পাদক আহবায়ক সাংবাদিক মশাহিদ আহমদ, যুব ফোরাম সভাপতি ময়নুল ইসলাম রবিন, সাধারন সম্পাদক এম.এ সামাদ, মেরাজ হোসেন চৌধুরী, ফয়েজ আলী প্রমুখ।