খােলা বাজার২৪, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় সাইফুর রহমান অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজম খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।