Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

80২০১৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সংবাদ সম্মেলনে পুরস্কারবিজয়ীদের নাম ঘোষণা করেন।এ বছর সাত বিভাগে সাতজন এ পুরস্কার পাচ্ছেন।
কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে শাহাদুজ্জামান, প্রবন্ধ ও গবেষণায় মোরশেদ শফিউল হাসান, অনুবাদে অধ্যাপক নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে ডা. এম এ হাসান, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ বিভাগে নূরজাহান বোস এবং শিশুসাহিত্যে রাশেদ রউফ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পাচ্ছেন। এ বছর নাটক ও বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিভাগে কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি।

শামসুজ্জামান খান বলেন, আজ সোমবার সকালে বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে ১ ফেব্র“য়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৬০ সালে প্রবর্তিত বাংলাদেশের সাহিত্য অঙ্গনের সবচেয়ে বড় এ পুরস্কার ১০টি বিষয়ে প্রদান করা হয়ে থাকে। পুরস্কার হিসেবে পুরস্কারপ্রাপ্তদের এক লাখ টাকা, সনদপত্র এবং স্মারক দেওয়া হবে।