খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭: বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন জঙ্গি সংগঠন আইএসের স্বঘোষিত প্রধান আবু বক্কর আল বাগদাদি। জানা গেছে, উত্তর ইরাকের সেনাবাহিনী বিমান হামলা চালালে সেখানই আহত হন তিনি। এই প্রথম নয়, এর আগেও বহুবার বাগদাদির মৃত্যু বা গুরুতর আহতের খবর ছড়িয়ে পড়েছিল সংবাদমাধ্যমে। তবে সেই বিষয়ে আইএসের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
গত ডিসেম্বর মাসে পেন্টাগন জানিয়েছিল আইএস প্রধান জীবিত। সিরিয়া, ইরাকসহ আইএস প্রভাবিত একাধিক স্থানে বহুদিন ধরেই বিমান হামলা চালাচ্ছে রাশিয়া, আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন। তাতে অনেকটাই দেয়ালে পিঠ ঠেকে গেছে আইএসের। কিন্তু বাবদাদির মৃত্যুর কোনো চিহ্ন পাওয়া যায়নি। জঙ্গিগোষ্ঠী আইএসের প্রধান হওয়া সত্ত্বেও অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে চলেন তিনি। এখনও পর্যন্ত একবারই বাগদাদির ছবি পেয়েছে।
সিরিয়া, ইরাকে আইএসের প্রায় অন্তিম পরিস্থিতিতে কিছুদিন আগেই একটি অডিও মেসেজ প্রকাশ করেছিল বাগদাদি। সেখানে মার খেয়ে পিছু হটে যাওয়া আইএস জঙ্গিদের পুনরায় জমি দখলের জন্য উত্তেজিত করতে চেয়েছিল এই আইএস প্রধান।