খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭: সৌদি আরবে তিন কোটি মানুষের বাস যার তিন ভাগের এক ভাগই অভিবাসী। এর মধ্যে রয়েছে লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিকও।কাজের খোঁজে যাওয়া এসব শ্রমিকদের অন্যতম আকর্ষণের বিষয়ই ছিলো সেখানে কর্মরত শ্রমিকদের আয় করা অর্থ দেশে পাঠানোর সময় কোনো কর দিতে হয়না। কিন্তু সম্প্রতি বিশ্ব বাজারে তেলের মূল্য পড়ে যাওয়ায় দেশটিতে বাজেট ঘাটতি তৈরি হয়েছে। এর পর গত বছর নানা ধরনের সংস্কার ঘোষণা করা হয়েছে।
বাজেট ঘাটতি কমাতেই শ্রমিকদের অর্থ দেশে পাঠানোর সময় তাতে ছয় শতাংশ হারে কর আরোপের সুপারিশ করেছিলো দেশটির সুরা কাউন্সিল। এই কাউন্সিল দেশটিতে খুবই সম্মানের স্থান দখল করে রয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে তাদের সুপারিশ সব সময় মেনে নেয়া হয়। কিন্তু সৌদি বাদশাহর হস্তক্ষেপে পিছু হটলো সুরা কাউন্সিল।
শ্রমিকদের অর্জিত অর্থ দেশে পাঠানোর সময় তাতে এমন কোনো কর আরোপ করা হবে না বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এক টুইটার বার্তায় তারা বিষয়টি জানিয়েছে। সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের এই টুইটে বলা হয়েছে, ‘সৌদি রাজ্য আন্তর্জাতিক মান বজায় রেখে পুঁজির অবাধ প্রবাহের নিতিতে বিশ্বাস করে’। এই টুইটার বার্তায় মন্ত্রণালয় যা জানিয়েছে তাতে হয়ত হাঁফ ছেড়ে বেঁচেছেন লক্ষ লক্ষ শ্রমিক।