খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭: আজ ২৪ই জানুয়ারী ২০১৭ইং মঙ্গলবার সকাল ১০:০০ টায় জাতীয় প্রসেক্লাবরে সামনে র্দূনীতি প্রতেিরাধ আন্দোলনরে উদ্যোগে সুপ্রীমর্কোট র্কতৃক শয়োর বাজার কলেঙ্কোরীর অন্যতম হোতা সালমান এফ রহমানরে মামলা কোয়াশ্ড (বাতলি) এর প্রতবিাদ”ে এক মানবন্ধন শুরু হলে পুলিশ অনুষ্ঠানে বাধা দেয়, ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ধস্তা-ধস্তি হয়।
সভাপতি র্দূনীতি প্রতেিরাধ আন্দোলনরে আহ্বায়ক হারুন অর রশদি খান ও নাগরকি পরষিদরে আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন এর বক্তব্য চলাকালে পুলিশ অতর্কিতে হামলে পড়ে ও ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্ট্ াকরলে ব্যাপক ধস্তা-ধস্তি হয়। উপস্থিত ছিলেন সমাজতান্ত্রকি মজদুর র্পাটরি সম্পাদক ডাঃ সামছুল আলম, র্দূনীতি প্রতেিরাধ আন্দোলনরে নেতৃবৃন্দ,জাতীয় ঐক্য প্রক্রয়িার যুবনেতা মোঃ হানফি প্রমুখ নতেৃবৃন্দ।
সভাপতি র্দূনীতি প্রতেিরাধ আন্দোলনরে আহ্বায়ক হারুন অর রশদি খান “সুপ্রীমর্কোট র্কতৃক শয়োর বাজার কলেঙ্কোরীর অন্যতম হোতা সালমান এফ রহমানরে মামলা কোয়াশ্ড (বাতলি) এর প্রতবিাদে” মানবন্ধনে সভাপতি ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৯৯৭ সালের ৪ মে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্চ কমিশনের(বিএসইসি) পক্ষ থেকে মুখ্য মহানগর হাকিম(সিএমএম) আদালতে মামলা দুটি করা হয়। মামলা হলেও অভিযুক্ত ব্যক্তিরা ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ২০১৫ সালে পুঁজিবাজার বিষয়ক মামলা নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর মামলাগুলো বিচিারিক কার্যক্রমের জন্য সেখানে স্থানান্তর হয়ে আসে। কিন্তু ট্রাইব্যুানালে বিচার কার্যক্রম শরুর আগেই মামলা দুটি বাতিল করে উচ্চ আদালত। মামলা দুটি বাতিল হওয়ার ফলে শেয়ারবাজার কেলেঙ্কারি মামলা থেকে আসামিরা মুক্ত হয়ে গেছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এ মামলা দুটি বাতিল করেছেণ। আদালতের ভাষায় যাকে বলে হয় ’কোয়াশড’। আমরা এই কোয়াশড এর প্রতিবাদ জানাই।
নাগরকি পরষিদরে আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন এর বক্তব্যে বলেন “ শেয়ার বাজার কলেঙ্কোরীর পর গঠিত ড. ইব্রাহিম খালেদ তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। রিপোর্টে অভিযুক্তদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে যারা শেয়ার বাজার কলেঙ্কোরীর ফলে সর্বস্ব হারিয়ে জীবন দিয়েছে(আত্মহত্যা), সংসার ভেঙ্গেছে, ঋণগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপুরন দিতে হবে। শেয়ার বাজার কলেঙ্কোরীর টাকা বিদেশে পাচার হয়েছে, সেটাকা ফিরিয়ে আনতে হবে।” এমন সময় পুলিশ অতর্কিতে হামলে পড়ে ও ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্ট্ াকরলে ব্যাপক ধস্তা-ধস্তি হয়।
উপস্থিত সাংবাদিকগণ বহু কষ্টে টেলিভিশন ও পত্রিকা সহ বিভিন্ন মিডিয়ার জন্য ছবি ও সংবাদ সংগ্রহে বাধার সম্মুখিন হন।
বক্তাগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে শেয়ার বাজার কলেঙ্কোরীর হোতাদের বিরুদ্ধে দেশপ্রেমিক গণতান্ত্রিক ও সচেতন জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহবান জানান।