খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭: নতুন রূপ নিয়ে ঢাকা থেকে উত্তরের চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে গেছে নীলসাগর এক্সপ্রেস। মঙ্গলবার সকাল আটটায় ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ইন্দোনেশিয়ার লাল-সবুজ কোচে নীলসাগরের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।
রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, বর্তমান সরকার রেলকে অনেক দূর উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে গেছে। আগামী ২০১৮ সালের মধ্যে দেশবাসী রেলের যুগান্তকারী উন্নয়ন দেখতে পাবেন।
ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে সাড়ে ৬০০ রেল ক্রসিংয়ের মানোন্নয়ন করা হবে। এজন্য ১৮০০ গেট কিপার নিয়োগ দেয়া হচ্ছে।