খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭: পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষক আওলাদ হোসেনকে (৫০) পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি-বিএসএফ) ব্যাটালিয়ন পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি জানায়, সোমবার রাতে হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মোমিনপাড়া এলাকার কৃষক আওলাদ হোসেন স্থানীয় হাড়িভাসা বাজারে বাজার-খরচ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি সীমান্তের ৭৫৩ নং মেইন পিলারের সাব পিলার ১ ও ২ এর মাঝামাঝি রাস্তায় পৌছালে হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শিংপাড়া ক্যাম্পের সদস্যরা বাংলাদেশ অংশে প্রবেশ করে। এ সময় কৃষক আওলাদের গতিরোধ করে বাইসাইকেল ও খরচের ব্যাগসহ জোরপূর্বক তাকে ধরে নিয়ে যায়। পরে সাইফুল ইসলাম নামের আরেক বাংলাদেশীকে পার্শ্ববর্তী ভারতীয় বাসিন্দারা ও বিএসফ মিলে মারধর করে তার মোটরসাইকেলটিও নিয়ে যায়। এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় বিজিবি’র ঘাগড়া বিওপি ক্যাম্পে অভিযোগ করলে বিজিবি প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করে।
পরবর্তীতে মঙ্গলবার বিকেলে বিজি-বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করে ওই বাংলাদেশী কৃষক, তার বাইসাইকেল ও সাইফুলের মোটরসাইকেলটি ফেরত দেয় তারা।
পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মিজানুর রহমান খাঁন ও ভারতের ১০২ বিএসএফ ব্যাটলিয়নের অধিনায়ক এসএফ তুর্কি নেতৃত্ব দেন।