খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭: অনুপ বিশ্বাস বিশ্বাস ১ম বিভাগ ফুটবলে মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম খেলায় সিএমপি ১ – ০ ১ – ০ গোলে রাইজিং ষ্টারকে হারিয়ে পূর্ন পয়েন্ট অর্জন করেছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ন খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে অধিনায়ক রবিনের ফ্রি কিকে এগিয়ে যায় সিএমপি।প্রথমার্ধের ১৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া দর্শনীয় শটে ১-০ গোলে এগিয়ে যায় সিএমপি।এর পরের মিনিটে আরো এক গোলে এগিয়ে যেতে পারতো সিএমপি কিন্তু বাধা হয়ে দাড়ায় ক্রস বার।প্রায় ২৫ গজ দুর থেকে রনি বড়–য়ার দুরপাল্লার শটটি ক্রস বারে লেগে ফেরত আসলে রাইজিং ষ্টারের রক্ষনভাগের খেলোয়াড় কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করে।এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে রাইজিংষ্টার কিন্তু অতিরিক্ত সময়ে গোল না হলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিএমপি ।
প্রথম খেলায় খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের গোলদাতা রবিন।খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মফিজুর রহমান।