Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: সব স্ত্রীই চায় তার পছন্দের পুরুষের আগ্রহের কেন্দ্রে থাকতে। কিন্তু নারীর মধ্যে যদি এমন কিছু গুণ বা বৈশিষ্ট্য থাকে তাহলে অনেক সময় বিমুখ হতে পারে পুরুষ সঙ্গীটি। এখানে তুলে ধরা হল, সেরকম ৫ কারণ, যা স্ত্রীর প্রতি বিমুখ করতে পালন করে জোরদার ভূমিকা, দাম্পত্য সম্পর্ককে করে তুলতে পারে প্রেমহীন, যন্ত্রণাকর। এগুলো হল:
১. আপনার ভাবনা-চিন্তা, অনুভূতি সে জানে
অনেক নারী মনে করে তার চিন্তা-ভাবনা বা অনুভূতির বিষয়গুলো তার পছন্দের পুরুষটি বুঝতে পারে। এজন্য সেগুলো তার সাথে শেয়ার করতে বা বলতে বিরত থাকে। উল্টো তারা প্রত্যাশা করে সে কেন বুঝে নেয় না তার কথা। এটা পুরুষদের কাছে অনেক সময় বিরক্তি সৃষ্টি করে। দেখা গেলো কোন কিছু বললো না কিন্তু নারী আশা করে বসে আছেন তার পুরুষ সঙ্গী বুঝে নেবে। আপনার সঙ্গী তো জ্যোতিষি নাও হতে পারে। এজন্য নারীদের নিজের অনুভূতি ও চিন্তাভাবনা শেয়ার করে দেওয়াই উত্তম। এটা ভুল বুঝাবুঝির কোন জায়গা রাখে না।
২. সবসময় আমিই সেরা ভাব ধরা
অনেক নারীর মধ্যে এটা দেখা যায় যে সবসময় তার সঙ্গীকে বোকা মনে করে এবং নিজেকে তার চেয়ে চতুর ও বুদ্ধিমান মনে করে। এজন্য বিভিন্ন সময় তার সঙ্গীকে নিয়ে মজা করতে দেখা যায়। এটা পুরুষদের কাছে বিরক্তিকর ঠেকে। নিয়মিত এরকম করে গেলে পুরুষ সঙ্গী মুখ ফিরিয়ে নিতে পারে।
৩. সঙ্গীর প্রতি মাত্রাতিরিক্ত মনোযোগ
মনে রাখতে হবে আপনার পুরুষ সঙ্গীর মা রয়েছে যার বিশেষ কিছু দায়িত্ব আছে। আপনাকে তার জুতোর ভেতরে পা ঢুকিয়ে দেওয়ার দরকার নেই। দুঃসময়ে তার পাশে দাঁড়ানো, সান্ত্বনা দেওয়া যেতে পারে কিন্তু তাকে শিশু হিসেবে দেখলে পুরুষটির ইগোতে লাগতে পারে। আপনার প্রতি তার বিরক্তি সৃষ্টি হতে পারে।
৪. অতিরিক্ত তথ্য শেয়ার করা
পুরুষরা সাধারণত তাদের সমস্যা বলে বেড়াতে পছন্দ করে না। সেখানে অনেক নারীকেই দেখা যায় গলায় পড়ে সব বিষয়াদি অন্যের সাথে শেয়ার করে। আপনার পুরুষ সঙ্গীকে বিভিন্ন তথ্যভারে ভারাক্রান্ত করে দিয়েন না। বিশেষ করে আপনার সাথে গোপনে যেসব শেয়ার করা হয়েছে সেগুলো গোপনীয়ই রাখুন। এটা আপনার প্রতি আস্থা তৈরি করবে।
৫. সময়ের আগে ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করা
ভবিষ্যত নিয়ে ভাবনা থাকা ভালো কিন্তু অতিরিক্ত দুর্ভাবনা বর্তমানের আনন্দকে মাটি করে দিতে পারে। অনেক নারীকেই দেখা যায় তারা কি কি করবে, কি কি করতে চায়, কি কি করা দরকার ইত্যাদি প্যাচাল দিয়ে সঙ্গীর কান ঝালাপালা করে ফেলে। নারীদের এমন আচরণে পুরুষ বিরক্ত হতে পারে।