Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭:  39প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক দলের মধ্যে পরিবর্তন এসেছে। তারা সহিংসতার দিন চায় না। নির্বাচনে দায়িত্ব পালন করে আইন শৃংঙ্খলা রক্ষাকারী অনেক সদস্যদের জীবন দিতে হয়েছে। আমাদের সকলের মন মানসিকতার পরিবর্তন দরকার।দেশে উপজেলা নির্বাচনসহ ছয় থেকে সাতটি সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি গতকাল বুধবার দুপুরে রংপুরে আঞ্চলিক সার্ভার স্টেশনের ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরোও বলেন দায়িত্ব পালনকালে সাংবিধানিক ভাবে কাজ করতে পেরেছি। ডিজিটাল যুগে পিছিয়ে থাকার কোন উপায় নেই। দায়িত্ব পালনের সময় ইভিএম পদ্ধতিতে নির্বাচনের কথা ছিল কিন্তু এই মেশিনের ক্রুটির কারণে তা সম্ভব হয়নি। বিদেশ থেকে ক্রয় করা এই মেশিনে কোন শর্তছিলনা। সমস্যার জন্য এই মেশিনের উপর আস্থা কমে যায়। ইভিএম মেশিন দেশে প্রস্তুত করে আগামী নির্বাচনে যাতে ইভিএম পদ্ধতিতে নির্বাচন গ্রহন করা যায় সে জন্য পরীক্ষা মুলকভাবে খুব তাড়াতাড়ি চালু করা হবে। তিনি আরোও বলেন এই দেশ অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। একদিন আসবে যেদিন মানুষ আর্ম/ফোসের দিকে না তাকিয়ে স্বাধীনভাবে ভোটের মাধ্যমে যার যার মত ব্যক্ত করবে। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ আব্দুল্লাহ, রংপুর আঞ্চলিক কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, রংপুরের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুলতানা পারভীন প্রমুখ। উলে¬খ্য ২০১৩ সালে রংপুর আঞ্চলিক সার্ভার স্টেশন ১৭শতক জমির উপর ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে তৃতীয়তলা ভবন নিমার্ণ করা হয়। এর আগে তিনি আঞ্চলিক অফিস প্রঙ্গনে আমের চারা রোপন করে নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।