খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেল এএসপি, পুলিশ সার্কেলের নিবেদিত প্রাণ শিকদার মো. হাসান ইমাম’কে বদলির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।
বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার চৌরাস্তা জালাল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের প্রধান সড়কে বেগমগঞ্জের সর্বস্তরের জনগণ আয়োজিত ব্যানারে শতাধিক লোক দাঁড়িয়ে সার্কেল এএসপি শিকদার মো. হাসান ইমাম’কে বদলির প্রতিবাদে শ্লোগান দেয়।
এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মো. ইউসূফ, সাইফুল ইসলাম, মো.বেলাল হোসেন, মো. জুয়েল, মহিন উদ্দিন, জসিম উদ্দিন, মো. নোমান, নুর নবী রাজু, বিপ্লব।
মানববন্ধনে বক্তারা বলেন, বেগমগঞ্জের সার্কেল এএসপি শিকদার মো. হাসান ইমাম পুলিশ সার্কেলের নিবেদিত প্রাণ হিসেবে বেগমগঞ্জে কাজ করেছেন। বেগমগঞ্জে দায়িত্ব পালনকালে এএসপি শিকদার মো. হাসান ইমাম পুলিশ বিভাগের সুনাম উজ্জল করেছে। তাই অবিলম্বে শিকদার মো. হাসান ইমামের বদলি প্রত্যাহার করে বেগমগঞ্জ সার্কেলে তাঁকে পুনরায় বহাল রাখার দাবি জানান তাঁরা।