খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: অনুপ বিশ্বাস ১ম বিভাগ ফুটবলে বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম খেলায় জেলা পুলিশ ফুটবল দল ১ – ০ গোলে কল্লোল সংঘকে হারিয়ে পূর্ন পয়েন্ট অর্জন করেছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ন খেলার প্রথমার্ধের ৪৯ মিনিটে জেলা পুলিশ ফুটবল দলের বাথুইয়ের দর্শনীয় শটে ১-০ গোলে এগিয়ে যায় জেলা পুলিশ ফুটবল দল । এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে কল্লোল সংঘ কিন্তু অতিরিক্ত সময়ে গোল না হলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জেলা পুলিশ ফুটবল দল ।
প্রথম খেলায় খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের বাথুই।খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর পুলিনা চৌধুরী।
এদিকে অনুপ বিশ্বাস ১ম বিভাগ ফুটবলে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় খেলায় প্রথমার্ধের ২০ মিনিটে কর্নফূলী স্পোর্টস একাডেমীর মানিক নওজোয়ানের টিটুকে বক্সে ফাউল করলে রেফারী পেনাল্টির নির্দেশ দেন পেনাল্টি থেকে নওজোয়ানের কোচ কাম খেলোয়াড় দলনায়ক বিদ্যুৎ গোল করলে ১-০ গোলে এগিয়ে যায় নওজোয়ান।এরপর অতিরিক্ত সময়ে গোল না হলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নওজোয়ান।
২য় খেলায় খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন কর্নফূলী স্পোর্টস একাডেমীর জাহেদুল ইসলাম।খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর ফরহাদ মনির।