Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭:  55মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭ সমাপ্ত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারী) সন্ধায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রি পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো: মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: ফিরোজ, সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ প্রমুখ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠদের জীবনী অডিও সহ সফটওয়্যার উদ্ভাবন করে সেরা উদ্ভাবক ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে ওয়েব সলিউশন এমবি। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।