খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: চট্টগ্রামে চেক ডিজঅনার মামলায় মো: ইমরান হোসেন নামে এক ব্যবসায়িকে একমাস কারাদন্ড এবং ৯৪ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।চট্টগ্রাম তৃতীয় যুগ্ম মহাগর দায়রা জজ বিলকিস আক্তার মঙ্গরবার এ রায় দেন।
সরকার নিযুক্ত এডিশনাল পিপি প্রবীর কুমার ভট্টাচার্য্য আজ বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানান, পতেঙ্গার সাইরা ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী আরব আলীর ছেলে মো: ইমরান হোসেনের নিকট দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড ৯৪ হাজার ৫শ ২০ টাকা প্রাপ্য হয়। এ টাকার অনুকূলে তিনি একটি চেক প্রদান করেন। চেকখানা ডিজওনার হওয়ায় ব্যাংকের পক্ষে ২০১৫ সালের ২৪ জুন মামলা দায়ের করে।
পরবর্তীতে চার্জ গঠনের পর একজন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গতকাল ২৪ জানুয়ারি আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আসামী মো: ইমরান হোসেনকে এক মাসের কারাদন্ড এবং চেকে বর্ণিত ৯৪ হাজার ৫শ ২০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।