খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত রাফিউজ্জামান সিদ্দিকীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়া অণুবিভাগের মহাপরিচালক মনোয়ার হোসেন তাকে ডেকে নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, করাচিতে উপ-রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তার নজরে আনেন।
এ সময় পাকিস্তানের রাষ্ট্রদূত রাফিউজ্জামান সিদ্দিকীকে মনে করিয়ে দেওয়া হয়, সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তাদের নিরাপত্তা দেওয়া পাকিস্তানের দায়িত্বের মধ্যে পড়ে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা আরও বাড়াতে পাকিস্তানের উচ্চ পর্যায়ে বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাকে বলা হয়েছে।