Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: 67শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছেন।

আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘উনি কিন্তু ট্যাক্স দেন না। এটাও বোধ হয় মামলা করে রেখে দিয়েছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রামীণফোন আসলে টেন্ডারে তৃতীয় স্থান হয়েছিল। তাঁর পাওয়ার কথা না। তবুও আমরা তাঁকে দিলাম ব্যবসাটা। যেহেতু উনি বলেছেন এর লভ্যাংশ ব্যাংকের মাধ্যমে দরিদ্র মানুষের হাতে যাবে সে কথার জন্যই তাঁকে দেওয়া হলো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গ্রামীণফোনের যেটা বাংলাদেশের অংশ থাকার কথা, তার অধিকাংশ শেয়ার উনি বেচে-টেচে দিয়ে নিজের ব্যক্তিগত সম্পত্তি করে নিয়েছেন। গ্রামীণ ব্যাংকে গ্রামীণফোনের কোনো লভ্যাংশ কখনো আর যায়নি। এটা আমি বলব, চিটিং করা ছাড়া আর কিছুই না। রীতিমতো একটা ধোঁকা দেওয়া হয়েছে। এখন ওটা ওনার নিজস্ব সম্পত্তি। এর প্রায় ৩০ ভাগ মালিকানা তাঁর হাতে আছে, বাকিটা উনি বেচে টেচে দিয়েছেন। শুনেছি কোনো ফাউন্ডেশনে দিয়েছেন।’
সংসদ নেতা আরো বলেন, ‘তাঁর যে ফিক্সড ডিপোজিট আছে, যে টাকা আছে, প্রচুর টাকা। উনি কিন্তু ট্যাক্স দেন না। মামলা করে রেখে দিয়ে উনি ভালোই চলছেন। কিছু কিছু মানুষ বোধহয় সৌভাগ্য নিয়ে এ পৃথিবীতে আসে যে তারা যতই অন্যায় করুক না কেন, সে অন্যায়গুলোকে অন্যায় হিসেবে দেখে না।’