খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭: কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর । আর শরীর সুস্থ রাখতে প্রিভেনশন নেওয়াটা খুবই দরকার । একথার অর্থ এই নয়, যে মুঠো মুঠো ওষুধ খেয়ে নিন । বরং আমাদের রান্নাঘরেই এমন জিনিস রয়েছে, যা খেলে সুস্থ থাকবেন গোটা বছর। এরকমই একটা জিনিস হল রসুন । যা খেলে কোনও রোগই আপনার ধারে কাছে আসতে পারবে না ।
১) দাঁতের ব্যথায় খুব ভালো কাজ করে রসুন । রসুনের একটা কোয়া থেঁতো করে নিন । দাঁতের ব্যথার জায়গায় রসুন লাগিয়ে নিন । দেখবেন ঝট করে কমে যাবে আপনার দাঁতের ব্যথা ।
এটা খেলেই সুস্থ থাকবেন ৩৬৫ দিন
২) উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন তাঁদের জন্য খুবই কার্যকরী রসুন । হৃদরোগ আটকাতে খুবই কাজ দেয় রসুন ।
৩) যারা নিয়মিত পেটের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রসুন খুব উপকারী।
৪) ত্বকের সমস্যা কমাতে দারুণ কাজ করে রসুন ।
৫) চুল পড়া থেকেও আটকাতে রসুনের রস খুব কাজ দেয় ।