খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭:রিও অলিম্পিক্সের শেষে বোল্টের জেতা সোনার সংখ্যা ৯টি। তিনটি অলিম্পিক্সের আসর থেকে ন’টি সোনা জিতে নেন বোল্ট। বুধবার সবার মন ভাঙল। আইওসি জানিয়ে দিল, বেজিংয়ে বোল্টের টিমমেট নেস্টা কার্টার ডোপ করায় সোনা কেড়ে নেওয়া হল বোল্টের কাছ থেকে। ২০০৮ এর বেজিং অলিম্পিক্সের রিলে দলে ছিলেন নেস্টা কার্টার। সেবার রিলেতে সোনা জিতেছিল জ্যামাইকা। এদিন শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়ে দেয়, কার্টারের নমুনা পজিটিভ হওয়ায় জ্যামাইকার সোনা কেড়ে নেওয়া হল। অর্থাৎ সেক্ষেত্রে বোল্টের জেতা সোনার সংখ্যাও কমে গেল। তিনি এখন আর ন’টি সোনার পদকের মালিক নন। পদকের সংখ্যা এখন আট।
রিও অলিম্পিক্সে তিনটি সোনা জেতার পরেই গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, বোল্টের সোনা কেড়ে নেওয়া হতে পারে। সেটাই হল নতুন বছরের ২৫ জানুযারি। বেজিং, লন্ডন ও রিওতে একশো, দুশো ও ৪ ী ১০০ মিটার রিলে দৌড়ে সোনা জিতেছিলেন বোল্ট। বেজিংয়ে সোনাজয়ী জ্যামাইকান দলে বোল্টের সঙ্গে ছিলেন নেস্টা কার্টার। আর এই স্প্রিন্টারের বিরুদ্ধেই ডোপিংয়ের অভিযোগ উঠেছিল। কার্টারের নমুনায় নিষিদ্ধ ওযুধ পাওয়া গেছে। তার জন্যই রিলেতে সোনা কেড়ে নেওয়া হল জ্যামাইকারও। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই গোটা বিশ্ব শোকে মূহ্যমান হয়ে পড়ে।