Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

পেট্রাপোলে অপেক্ষায় ছয় হাজার ট্রাকখােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭: বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্রাপোলে দীর্ঘদিন ধরে আটকা পড়ে আছে ছয় হাজার পণ্য বোঝাই ট্রাক। আগামী সাত দিনের মধ্যে এর সমাধান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার দুপুরে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নেতারা।
সংবাদ সম্মেলনে বন্দরের অব্যবস্থাপনার ওপর বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি মো. নুরুজ্জামান, খাইরুজ্জামান মধুূ, কামাল উদ্দিন শিমুল, মহসিন মিলন ও জামাল হোসেন।
নেতারা বলেন, বন্দরে জায়গা না থাকায় মালামাল বন্দরের বাইরে রেললাইনের পাশে গর্তে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে। বেনাপোল বন্দর দিয়ে বছরে ২০ হাজার কোটি টাকার মালামাল আমদানি হয় এবং বন্দর থেকে বছরে সাত হাজার কোটি টাকার রাজস্ব আয় হলেও বন্দর উন্নয়নে তেমন কোনো মাথাব্যথা নেই কর্তৃপক্ষের। বন্দরে নতুন শেড নির্মাণ, বাইপাস সড়ক নির্মাণ, ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্টের মতো বেনাপোল বন্দরকেও আধুনিকায়নের দাবি জানান তাঁরা।