খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭: নতুন নির্বাচন কমিশন গঠনে সদ্য গঠিত ছয় সদস্যের সার্চ কমিটি আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করবেন। রাষ্ট্রপতির আদেশে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ১০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত সুপারিশ পেশ করতে বলা হয়েছে।
আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এই সার্চ কমিটির সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরিন আকতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
রাষ্ট্রপতি সার্চ কমিটি প্রস্তাবিত নামগুলো থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগ দেবেন। শীঘ্রই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১৮ ডিসেম্বর শুরু করে প্রায় এক মাসে বঙ্গভবনে ৩১টি দলের সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি আলোচনা করেন। সেখানে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব তুলে ধরে।
বিএনপির সাথে বৈঠকের মধ্য দিয়ে গত ১৮ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছিলেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বিষয়টি নিয়ে ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের পরে এই সার্চ কমিটি গঠিত হলো।
রাষ্ট্রপতি প্রস্তাবিত সার্চ কমিটি নিয়ে আওয়ামী লীগ বলেছে, রাষ্ট্রপতির প্রজ্ঞা ও অভিজ্ঞতার ওপর তাদের আস্থা রয়েছে। বিএনপি অবশ্য সার্চ কমিটিকে আওয়ামী লীগের পছন্দের কমিটি দাবি করে হতাশ এবং ক্ষোভ প্রকাশ করেছে। আর রাষ্ট্রপতির প্রস্তাবে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় পার্টি।