খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৪তম জন্মদিন ছিল গতকাল (২৫-০১-২০১৭) বুধবার। এ উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস ( বিএবি) ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার এবং বিএবি এর নেতৃবৃন্দ। জমকালো এ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ প্রবীণ রাজনীতিবিদ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।