খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭: শেরপুর-ঝিনাইগাতী সড়কে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় বৃদ্ধানারী ও যুবকসহ দুইজন নিহত এবং ১জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের মৃত-কছর মন্ডলের স্ত্রী ফুলেছা বেওয়া (৭৫) ও গান্ধিগাঁও গ্রামের মৃত-জোয়াদ আলীর ছেলে আহাম্মেদ শরীফ (২৬)। উক্ত ঘটনায় আহাম্মেদ শরীফ এর মাতা গুরুত্বর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, ওই মহিলার অবস্থা আশংকা জনক। উল্লেখ্য, উক্ত সড়ক দূর্ঘটনা আদা ঘন্টা ব্যবধানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। প্রকাশ থাকে যে, দিন দিন আশংকা জনক হারে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় পরিবহনের যাত্রীরাও যেমন নিরাপদ নয়, তেমনি পথচারীরাও শঙ্কার মধ্যে রয়েছে। তাই সড়ক দূর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এমন প্রত্যাশা সর্বসাধারণের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিনাইগাতী উপজেলার পাগলারমুখ থেকে সিএনজি অটোরিক্সা যোগে শেরপুর আসার পথে পিছন থেকে একটি ট্রাক সিএনজি অটোরিক্সাকে ট্রাক ধাক্কা দেয়। এসময় উপজেলার দক্ষিণ গান্ধিগাঁও গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে আহাম্মদ শরীফ গুরুতর আহত হয়। পরে তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে দুপুর ১ টার দিকে একই উপজেলার উত্তর ডেফলাই গ্রামের ফুলেছা বেওয়া ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে ঝিনাইগাতী বাজার থেকে ঔষধ ক্রয় করে নিজ বাড়ীতে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি ট্রাক ওই অটো রিক্সাকে ধাক্কা দিলে ফুলেছা বেওয়া মাটিতে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘাতক ট্রাক দু’টিকে আটক করে থানায় নিয়ে যায়। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।