খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭: মহাকালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক সায়লা ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি), মোহাঃ হারুন-অর-রশীদ, জেলা শিক্ষা অফিসার মোঃ শরীফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কার্যকরি পরিষদ, মহাকালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মেহেরুন নেছা নাজমা।