খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭: খাগড়াছড়িতে পুলিশের ধাওয়ায় ১২ লাখ টাকার মূল্যে প্রায় ৪’শ ঘনফুট কর্তন ও বিক্রি নিষিদ্ধ চাপালিশ কাঠ বোঝাই একটি ট্টাক জিরো মাইল এলাকায় রাস্তার খাদে পড়ে যায়। এ সময় অবৈধ কাঠ জব্দ করেছে।
বৃহস্পতিবার ভোর রাতে খাগড়াছড়ি পুলিশের ধাওয়া খেয়ে ট্টাকটি জিরো মাইল এলাকায় একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে উল্টে গেলে পুলিশ কাঠ জব্দ করতে সক্ষম হয়।
খাগড়াছড়ি সদর থানার এসআই জয়নাল আবেদীন জানান, ভোর রাতে তিনি খাগড়াছড়ি পৌর শাপলা চত্বর এলাকায় একটি ট্টাককে সিঙ্গনাল দিলে চালক ট্টাকটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
পরে পুলিশ ট্টাকটিকে ধাওয়া করলে জিরো মাইল এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় পালিয়ে যায় চালক। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোমিনুর রশীদ জানান, জব্দ হওয়া কাঠগুলো কর্তন ও বিক্রি নিষিদ্ধ চাপালিশ কাঠ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ যে, এভাবে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে এভাবেই বৈধ পারমিটের আড়ালে প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ পাচার হয়ে যাচ্ছে। এতে করে অসাধু বন কর্মকর্তা ও চোরাই কাঠ পাচারকারী আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেলেও সাজেকসহ পার্বত্যাঞ্চলের রিজার্ভ ফরেস্টগুলো এখন প্রায় বিলীন হওয়ার পথে।