খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭: হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার বিরামচর নামকস্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আট জন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাইক্রোবাস চালক কিশোরগঞ্জের ভৈরবের গোরাকান্দা গ্রামের আল-আমিন, গ্রামীণফোন কর্মী ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়ার গৌতম ও জরিফ বেগম, চাইপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের দরিশা খাতুন (২৮), বায়জিদ আলম (৩৫)।
আহতরা হলেন, সিজু মিয়া (২৮), মোমেন মিয়া (২৭), ফারুক হোসেন (৩০), তাকসিন আক্তার (২৮), ফাহাদ মিয়া (১০), চাঁদনী (১৮), মুছতাহিদুল হক ( ২৮) ও শুভ (২৭)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার সৈয়দ আসাদুজ্জামান বলেন, হাইওয়ে থানা পুলিশের সহযোগীতায় দমকল বাহিনীরকর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী পাথর বুঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৩-১০৬০) ও বিরপীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ- ৫৩-১২১১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ জন নিহত হন। আহত হন আরও ৮ জন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারি প্রকৌশলী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন। তাদের সম্পুর্ণ পরিচয় পাওয়া যায়নি।