খােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: ইসি নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া সাবেক ইসি সচিব মোহাম্মদ সাদিককে ‘আনুগত্েযর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি’ বলে আখ্যায়িত করেন তিনি।
নতুন ইসি নিয়োগে বুধবার রাষ্ট্রপতি বুধবার ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন।
এই কমিটির সদস্যদের সরকারের ‘পছন্দের লোক’ আখ্যায়িত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মাধ্যমে গ্রহণযোগ্য ইসি গঠন নিয়ে সংশয় প্রকাশ করেন।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ব্যক্তি ধরে ধরে সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তোলেন।
গতবারের মতো এবারও সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে। হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান রয়েছেন এই কমিটিতে।
গতবারের মতোই পিএসসি চেয়ারম্যান ও সিএজি পদধারীরা এই কমিটিতে রয়েছেন। এবার আছেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক ও সিএজি মাসুদ আহমেদ।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিরীণ আখতারকেও সার্চ কমিটিতে নিয়েছেন রাষ্ট্রপতি।
গতবার সার্চ কমিটির সুপারিশের পর তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের গঠিত কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসির অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি।
ওই নির্বাচনের সময় ইসি সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ সাদিকের দিকে ইঙ্গিত করে নজরুল বলেন, “এমন এক ব্যক্তিকেও সদস্য করা হয়েছে, যিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি মতো একটা বিতর্কিত অগ্রহণযোগ্য নির্বাচনের সময়ে নির্বাচন কমিশনের সচিব ছিলেন এবং সেই সময়ের পুরস্কার হিসেবে পরবর্তীতে তাকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।”
কমিটির চেয়ারম্যানের বিষয়ে তিনি বলেন, “যিনি আগে রকিব কমিশনের মতো একটা অযোগ্য, অপদার্থ, মেরুদণ্ডহীন কমিশন নিয়োগের প্রস্তাব করেছিলেন, সেই একই ব্যক্তিকেই আবার চেয়ারম্যান করা হয়েছে।”
“শুধু তাই নয়, এমন লোকও এটার সদস্য হয়েছেন আওয়ামী পরিবারের সদস্য এবং একাধিকজন আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত,” বলেন নজরুল।
অবসরপ্রাপ্ত এবং কোনো লাভজনক পদে নেই- এমন ব্যক্তিদের সার্চ কমিটিতে রাখার প্রস্তাব দিয়েছিল বিএনপি। তা না রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দলটির এই নেতা।
“আমরা চেয়েছি এমন মানুষদের সদস্য করা হোক, যাদের আর কিছু পাওয়ার নাই। কিন্তু আমরা দেখলাম সার্চ কমিটি করা হয়েছে এমন সব লোক দিয়ে, যাদের পাওয়ার আছে কিংবা অলরেডি পেয়েছেন তাদেরকে।”
এই সার্চ কমিটি নিরপেক্ষ ইসি গঠনের সুপারিশ করতে সক্ষম হবে না বলে মনে করেন নজরুল।
সার্চ কমিটির বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান তিনি।
নয়া পল্টনে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে সার্চ কমিটি নিয়ে কথা বলেন নজরুল।
অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, আবদুল কাদের জুয়েলও বক্তব্য রাখেন।