Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7kখােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: পকেটে কোনো টাকা নেই। কিন্তু তাতেও দমে যাওয়ার পাত্র নন। দৃঢ় প্রতিজ্ঞ বাড়িতে তিনি যাবেনই।
তাই রওয়ানা দিলেন সঙ্গে থাকা সাইকেল নিয়ে। কিন্তু বিধিবাম! ৫০০ কিলোমিটার যাওয়ার পর পুলিশ বললো যে তুমি তো ভুল পথে এসেছ। এই পথে তো তোমার বাড়ি নয়।
চীনের এক ব্যক্তি এমন ঘটনার জন্ম দিয়েছেন। তবে ওই ব্যক্তির নাম জানা যায়নি।
তিনি চাকরি করতেন চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্যানডং প্রদেশের রিজহাও শহরে। এখান থেকে তার বাড়ি ১৭০০ কিলোমিটার দূরে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরে।
চীনের অনলাইন দৈনিক দ্য পিপলস জানায়, ওই ব্যক্তি একটি ইন্টারনেট ক্যাফেতে চাকরি করতেন। খুব কম বেতনের চাকরি হওয়ায় অর্থ সংকট লেগেই থাকতো তার।
তাই তিনি সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। গত ডিসেম্বরে তিনি রাস্তায় নেমে পড়েন। কিন্তু তিনি ম্যাপ পড়তে পারতেন না। তাই অন্যের কাছে জিজ্ঞেস করে সাইকেল চালাচ্ছিলেন।
একসময়ে তিন মহাসড়কে উঠে পড়েন। কিন্তু ওই মহাসড়কে সাইকেল চালানো নিষিদ্ধ ছিলো। তাই পুলিশ তাকে থামায়।
তার গন্তব্যের কথা শুনে ওই পুলিশের চক্ষু চড়কগাছ। পুলিশ জানায় যে তিনি ভুল পথে এসেছেন।
পরে অবশ্য পুলিশ সাধারণ জনগণের সহায়তায় কিছু চাঁদা তুলে তাকে বাড়ি যাওয়ার একটি টিকেটের ব্যবস্থা করে দেন।