খােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণভোমরা বলা হয় তাঁকে। তাঁর হাত ধরেই বাংলাদেশ দল আজকের অবস্থানে আসতে সক্ষম হয়েছে। তবে অনন্য সাধারণ সেই সাকিব আল হাসানের ভূমিকা নিয়েই এবার প্রশ্ন উঠেছে!
সম্প্রতি শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে টানা ৮ ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ দল। আর হতাশাজনক এই পারফর্মেন্সের পর স্বাভাবিকভাবেই দলের সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে সমালোচনায় পড়তে হচ্ছে।
আর সেই সিনিয়র ক্রিকেটারদের মধ্যে যে সাকিবও আছেন সেটি বলাই বাহুল্য। কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পরও সমর্থকদের অনেকেরই চক্ষুশূল হচ্ছেন সাকিব।
দলের গুরুত্বপূর্ণ সময়ে একজন সিনিয়র ব্যাটসম্যান হিসেবে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে যাওয়াই যার মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে খেলার সময় সিনিয়র-জুনিয়রের ভূমিকাকে বড় করে দেখার পক্ষপাতী নন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তাঁর মতে দলের ১১ জনেরই সমান দায়িত্ব আছে।
দেশের একটি বাংলা দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সাকিবকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখানে সিনিয়র জুনিয়র বিষয়টা কেন আসছে? যোগ্য বলেই ১১ জন খেলে। সেখানে সবারই দায়িত্ব আছে’।
এক্ষেত্রে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের উদাহরণ টেনে সাকিব বলেন, ‘আমি সিনিয়র বলে আমার দায়িত্ব বেশি আর কোনো জুনিয়রের দায়িত্ব নেই, কথাটা কি ঠিক? ক্রাইস্টচার্চে কেন উইলিয়ামসন ২ রানে আউট হওয়ার পরও নিউজিল্যান্ড লিড নিয়েছে’।
যদিও দায় এড়াচ্ছেন না সাকিব। তবে সবার দায় নিজের কাঁধে নিতে মোটেই রাজি নন তিনি। সাকিব বললেন, ‘আমি দায় এড়াচ্ছি না। জানি, আমাদের দায়িত্ব আছে। তাই বলে সব দায় আমাকে কেন নিতে হবে?’