Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে দেশের আরেকটি ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট পঞ্চম বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল। বৃহস্পতিবার দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। পঞ্চম এই আসরে লড়বে চারটি দল। তারা হলো ইসলামী ব্যাংক ইস্ট জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন, ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন। সম্প্রতি নারী কেলেঙ্কারিতে গ্রেফতার হয়ে জেলে যাওয়া স্পিনার আরাফাত সানিকে কোনো দলে রাখা হয়নি। জাতীয় লিগে খেললেও টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল কোনো দল পাননি। তবে বিসিবি নর্থ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন দুই দলেই আছে সাদমান ইসলাম অনিকের নাম। জাতীয় নির্বাচকরা এই দল গড়েন।
ইসলামী ব্যাংক ইস্ট জোন দল : মেহেদী মারুফ, লিটন কুমার দাস, অলক কাপালি, তাসামুল হক, ইয়াসির আলী রাব্বি, জাকির হাসান, ইরফান শুক্কুর, মোহাম্মদ সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, আবু জায়েদ চৌধুরী রাহি, সাকলাইন সজীব, রাহাতুল ফেরদৌস জাভেদ, ইবাদাত হোসেন, সাদমান ইসলাম অনিক, শাহানুর রহমান।
প্রাইম ব্যাংক সাউথ জোন দল : আব্দুর রাজ্জাক, আনামুল হক বিজয়, শাহরিয়ার নাফীস, ফজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, মোহাম্মদ মিথুন, আল আমিন জুনিয়র, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, সোহাগ গাজী, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ইমন, তৌহিদুল ইসলাম রাসেল, মইনুল ইসলাম সুজন।
ওয়ালটন সেন্ট্রাল জোন দল : শামসুর রহমান, সাইফ হাসান, রকিবুল হাসান, মার্শাল আইয়ুব, তাইবুর রহমান, শুভাগত হোম চৌধুরী, তানবির হায়দার, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শরীফ, শহিদুল ইসলাম, আব্দুল মজিদ, কাজী শাহাদাত হোসেন রাজীব, মোহাম্মদ শরিফুল্লা, জাকির আলী অনিক, দেওয়ান সাব্বির।

বিসিবি নর্থ জোন দল : নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, মাহমুদুল হাসান লিমন, সাদমান ইসলাম অনিক, নাসির হোসেন, ধীমান ঘোষ, আরিফুল হক, ফরহাদ হোসেন, সাঞ্জামুল ইসলাম, শফিউল ইসলাম, সাদ্দাম হোসেন, ইয়াসিন আরাফাত মিশু, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দি শুভ, তাইজুল ইসলাম।
বিসিএলের ফিক্সচার :
২৮-৩১ জানুয়ারি, প্রথম পর্ব
ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন, বগুড়া।
বিসিবি নর্থ জোন বনাম প্রাইম ব্যাংক সাউথ জোন, সিলেট।
৪-৭ ফেব্র“য়ারি, দ্বিতীয় পর্ব
ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম বিসিবি নর্থ জোন, চট্টগ্রাম।
ইসলামী ব্যাংক ইস্ট জোন বনাম প্রাইম ব্যাংক সাউথ জোন, সিলেট।
১১-১৪ ফেব্র“য়ারি, তৃতীয় পর্ব
ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম প্রাইম ব্যাংক সাউথ জোন, বিকেএসপি৩।
ইসলামী ব্যাংক ইস্ট জোন বনাম বিসিবি নর্থ জোন, ফতুল্লা।
১৮-২২ ফেব্র“য়ারি, চতুর্থ পর্ব
ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন, ফতুল্লা।
প্রাইম ব্যাংক সাউথ জোন বনাম বিসিবি নর্থ জোন, বিকেএসপি৩।
২৫-২৮ ফেব্র“য়ারি, পঞ্চম পর্ব
বিসিবি নর্থ জোন বনাম ওয়ালটন সেন্ট্রাল জোন, বিকেএসপি৩।
প্রাইম ব্যাংক সাউথ জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন, ফতুল্লা।
৪-৭ মার্চ, ষষ্ঠ পর্ব
প্রাইম ব্যাংক সাউথ জোন বনাম ওয়ালটন সেন্ট্রাল জোন, ফতুল্লা।
বিসিবি নর্থ জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন, বিকেএসপি।