Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16kখােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: উত্তরাঞ্চলের চার লাইনের জংশনখ্যাত দিনাজপুরের পার্বতীপুর এর নিকটবর্তী সীমান্ত এলাকা থাকায় প্রায় প্রতিনিয়তই মাদকসহ ভারতীয় আমদানী নিষিদ্ধ বিভিন্ন প্রকার জিনিসপত্র পাচার হচ্ছে । বেশিরভাগ সময় পুলিশ বাহীনির তৎপরতায় নানা অভিযানে এসব আটক করতে সক্ষম হলেও অনেক সময় দৃষ্টির অগোচড়ে অনেকে পাড় পেয়ে যায়। পার্বতীপুরে গত ২০১৬সালে এক বছরে ৪টি খুন সহ মোট ৪১৫ টি মামলা হয়েছে।
জানা যায়, ২০১৬ সালে পার্বতীপুর মডেল থানায় খুন ৪, ডাকাতি ১, দস্যুতা ২, চুরি ১৫, মাদক ৬৬, চোরাচালান ৪৬, নারী ও শিশু নির্যাতন ৪১ এবং অন্যান্য ধারায় ১৭৮টি মামলা হয়েছে। এছাড়া অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে ৩৯টি। একই সাথে পার্বতীপুর জিআরপি (রেল) থানায় মোট মামলা হয়েছে ৬২টি।
উল্লেখ্য যে, শুধু ২০১৫ সালেই পার্বতীপুর মডেল থানায় ৯ খুনসহ ৪০২টি মোট মামলা হয়েছিল। এর মধ্যে খুন ৯, ডাকাতি ১, দস্যুতা ৩, চুরি ৭, মাদক ৩২, চোরাচালান ৫৫, নারী ও শিশু নির্যাতন ৩৫ এবং অন্যান্য ধারায় ২৫৯টি মামলা হয়েছে।