খােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: নতুন নির্বাচন কমিশনের (ইসি) জন্য গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ ইসি গঠন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব বলেন, দলের অনুগত লোক দিয়ে সার্চ কমিটি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে কীভাবে এটা আমরা প্রত্যাশা করবো কী, জনগণই করে না।
এ সময় সার্চ কমিটির সদস্যরা আওয়ামী পরিবারের এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট বলে অভিযোগ করেন ফখরুল।
ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম দাবি ছিল সরকারের লাভজনক পদে থাকা কোনো ব্যক্তি সার্চ কমিটির প্রধান বা সদস্য হতে পারবেন না। কিন্তু যাকে প্রধান করা হয়েছে তিনি একজন বিচারপতি এবং অন্য সদস্যরাও লাভজনক পদে আসীন।