খােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: মুন্সীগঞ্জের জেলা ছাত্রলীগের ৫টি শাখার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ জেলা শাখা নির্বাহী সংসদের এক জরুরী মিটিং এর ভিত্তিতে এই সিদ্ধান্তসমূহ নেয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি করতে না পারা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ভাই গ্রুপ দ্বারা পরিচালিত হয়ে ছাত্রলীগের মূলনীতি থেকে সরে যাওয়ায় এই ব্যাবস্থা নেয়া হয়েছে।
স্থগিত ৫টি কমিটি হচ্ছে- মিরকাদিম পৌর শাখা, লৌহজং উপজেলা শাখা, শ্রীনগর সরকারি কলেজ শাখা, শ্রীনগর উপজেলা শাখা এবং মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।
মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানান, পূর্ণাঙ্গ কমিটি করতে না পারা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ছাত্রলীগের মূলনীতি থেকে সরে যাওয়ায় এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাত্রলীগের কমিটিগুলো ভাই গ্রুপদের নিয়ে ছাত্রলীগকে ভিন্ন ধারায় পরিচিত করছে। এছাড়াও তাদেরকে বার বার পূর্ণাঙ্গ কমিটি করার ব্যাপারে তাগীদ দিলেও তারা তা করেনি। তাই এই শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল জানান, মুন্সীগঞ্জ জেলা শাখা নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্তের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শোকজের জবাব যথাক্রমে লৌহজং আগামী ৪৮ ঘন্টা, শ্রীনগর কলেজ ২৪ঘন্টা ও মিরকাদিম পৌর শাখাকে ২৪ ঘন্টার মধ্যে লিখিতভাবে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।