খােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে ৫ টি বাড়ির ১১ টি ঘর ও গবাদি পশু ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে উপজেলার জামতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্তরা ও এলাকাবাসি জানায়, শুক্রবার রাতে চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ৫টি বাড়ির ১১ টি ঘর ভস্মীভুত হয়। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে একটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায় এবং ঘরে রক্ষিত ধানসহ বিভিন্ন ফসল পুড়ে যায়। ফায়ার ব্রিগেড ও ক্ষতিগ্রস্ত শাজাহান, মজিবর, সানোয়ার হোসেনসহ অন্যান্যরা জানায়, অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।