Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26kখােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন এখন শুকিয়ে মরাগাঙে পারিনত হয়েছে। আন্দোলনের আর জোয়ার নেই। গত আট বছরে আন্দোলন কোনোভাবেই জমতে পারছে না। তিনি (খালেদা জিয়া) কখনও বলেন- ঈদের পর আন্দোলন, কখনও বলছেন- রোজার পর আন্দোলন, আবার কখনও বলছেন- পরীক্ষার পর আন্দোলন। কিন্তু সে আন্দোলন আর কখন জমবে। আন্দোলনও হবে না, দলও আর চাঙা হবে না।’
মন্ত্রী সাংগঠনিক সফরে ঢাকা থেকে বগুড়া যাওয়ার সময় শুক্রবার সকাল ১১ টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজনে পথসভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার বিএনপি এখন নালিশ পাটিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নয় বরং বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি। ঘরে বসে খালেদা জিয়ার যত নালিশ আর নালিশ। কখনও সার্চ কমিটি নিয়ে নালিশ, কখনও নির্বাচন কমিশন নিয়ে, কখনও সরকারের কর্মকাণ্ড নিয়ে। শুধুই নালিশ আর নালিশ।’
সিরাজগঞ্জে সেতুমন্ত্রী
জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় স্থানীয় সাংসদ প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. কেএম হোসেন আলী হাসান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সরকার দলীয় নেতাকর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখন নেতা তৈরির কারখানায় পরিনত হয়েছে। কর্মীর চেয়ে এখন নেতাই বেশি। কিন্তু মনে রাখবেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা ও শ্রদ্ধাবোধ সাধারণ মানুষের হৃদয়ে লেখা রয়েছে। যেটা কখনও মুছে দেওয়া যাবে না। নিজেদের আচরণ দ্বারা সে ভালোবাসা কখনও মুছে ফেলবেন না। মানুষকে ভালো বাসবেন। তাহলে তারা চিরদিন আমাদেরও মূল্যায়ন করবে, আওয়ামী লীগকে মূল্যায়ন করবে। ক্ষমতা কখনও চীরস্থায়ী নয়। বরং মানুষের ভালোবাসাই চিরস্থায়ী। সে ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে নাম লেখাবেন। সেটা কখনও বিলবোর্ড বা প্যানাবোর্ডের মতো ছিঁড়ে যাবে না। বিএনপি নিয়ে অপাতত চিন্তাভাবনা না করে বরং নিজেদের আচার-ব্যবহার কীভাবে ভালো করা যায় সে চিন্তা করুন।’