Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21kখােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস কোর্সের ১ হাজার ৫’শ শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছে কর্তৃপক্ষের গাফিলতির কারণে। কর্তৃপক্ষ বারবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখনো সমস্যা সমাধান হয় নি।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। প্রয়াত জাতীয় অধ্যাপক ডা: নুরুল ইসলামের প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাড়াও আছে নেপাল, শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়টিতে এখন চলছে নতুন ব্যাচের ভর্তি কিন্তু বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বি.এম.ডি.সি) রেজিস্ট্রেশন পাচ্ছে না শিক্ষার্থীরা। প্রায় ১৫০০ শিক্ষার্থীর জীবন এখন অনিশ্চিয়তার সম্মুখীন। যার মধ্যে ৭০০ বিদেশী শিক্ষার্থী রয়েছে। তাদের অভিযোগ একমাত্র কর্তৃপক্ষের গাফিলতির কারণেই রেজিস্ট্রেশন পাচ্ছে না।
এক শিক্ষার্থী জানান, ‘ডাক্তার হবার জন্য যে রেজিস্ট্রেশন আছে সেটা আমাদের যৌক্তিক দাবি। আর সেটাই আমারা পাচ্ছি না’। শিক্ষার্থীদের টানা ২ সপ্তাহের আন্দোলনের মুখে বুধবার আলোচনায় বসে কর্তৃপক্ষ। ২ মাসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।
ইউএসটিসির ট্রাস্টি র্বোডের সদস্য সচিব নীনা ইসলাম জানান, ‘এক থেকে দেড় মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। ফাইলগুলো এমন পর্যায়ে আছে মন্ত্রণালয়ে মন্ত্রীর উপস্থিতিতে কিছু মিটিংয়ের পরে মন্ত্রী অনুমতি দিলেই হয়ে যাবে’।
কিন্তু এসব মানতে নারাজ শিক্ষার্থীরা। এমন আশ্বাস আগেও দেয়া হয়েছে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাই তারা কর্মসূচী থেকে পিছিয়ে না আসার ঘোষণা দিয়েছে।
অন্য আরো এক শিক্ষার্থী জানান, ‘১৫ দিন পর এসে বলছে আরও দেড় মাস লাগবে। আমাদের সামনে যে পরীক্ষা আছে তা থেকেও আমরা পিছিয়ে পড়বো। এর দায়ভার কে নেবে?’
ডিগ্রী অর্জনের পরও কর্মজীবন শুরু করতে পারছে না তারা। বিএমডিসির নিবন্ধন না থাকায় এখন ভবিষ্যৎ তাদের অনিশ্চিত। সূত্র: ইনডিপেন্ডেন্ট টিভি