Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2017-01-27-7-nbs24খােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: চেহারায় বয়সের ছাপ প্রথম ধরা পড়ে চোখের চারপাশের বলিরেখা দেখে। এটা ঠিক যে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের চারপাশ কুঁচকে যেতে শুরু করে। তবে আপনি যদি সঠিক যতœ নেন, তাহলে খুব সহজেই এই বলিরেখা দূর হবে। বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে চোখের চারপাশের বলিরেখা দূর করতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তিনটি প্যাকের পরামর্শ দেওয়া হয়েছে। একনজরে দেখে নিতে পারেন।
১. পুদিনা পাতা ও লেবুর রস
কয়েকটি পুদিনা পাতা বেটে এর সঙ্গে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। দুটি তুলার বল দিয়ে এই মিশ্রণ চোখের চারপাশে ভালো করে লাগান। এবার তুলা দুটি দুই চোখে দিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. দুধ ও গোলাপজল
দুধের সঙ্গে সমান পরিমাণ গোলাপজল একসঙ্গে মিশিয়ে তুলার বলে লাগিয়ে চোখের চারপাশে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩. ডিমের সাদা অংশ, দুধ ও মধু
একটি ডিমর সাদা অংশের সঙ্গে দুধ ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক চোখের চারপাশে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার একটি ভেজা তোয়ালে দিয়ে চোখের চারপাশ মুছে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।