খােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: সমবেত প্রচেষ্টাই শান্তির প্রতীক এই শ্লোগান সামনে রেখে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমবেত প্রচেষ্টার উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫৫০ জন দরিদ্র নারী পুরুষকে ৫৫০টি কম্বল বিতরণ করেছে। শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক সায়লা ফারজানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মা, বিশিষ্ট সাংবাদিক, লেখক, নাট্যকার, পরিচালক, উপস্থাপক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব শহিদুল হক খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক কনসালটেন্স ও আন্তর্জাতিক খাতি সম্পন্ন ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোজাহেরুল হক, সমবেত প্রচেষ্টার সভাপতি মামুন আবদুল কাইউম খান, রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম এর আরজে, সমবেত প্রচেষ্টার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন খান (আরজে শিবলী) ও স্থানীয় ব্যক্তিবর্গ।
এদিকে এসব শীতার্ত মানুষ ও পরিবারের লোকজন শীতের কম্বল পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত। সমবেত প্রচেষ্টার এ মহতি উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন এলাকার প্রবাসী ও স্থানীয় সচেতন মহলসহ গণমাধ্যম ব্যক্তিত্বরা। ভবিষ্যতে এ ধরনের জনকল্যান মূলক উদ্যোগ ও কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।