খােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু এই দেশেকে নিয়ে স্বপ্ন দেখতেন আর সেই স্বপএক বাস্তবে রুপ দিচ্ছেন তারই কন্য দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার থেকে আগামী ১৫ বছরের মধ্যে আমরা একটি সফল উন্নত জাতিতে পরিণত হবো। আমি এখনো মন্ত্রী হতে পারিনি যেদিন এই বেদে সম্প্রদায়ের লোকদের উন্নত জাতিতে পরিনিত করতে পারবো সেদিনই আমি মন্ত্রী হবো। আমার প্রথম কাজ হবে লৌহজংয়ের বেদে সম্প্রদায়ের উন্নত জাতি হিসেবে তৈরি করা।
আজ শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লৌহজং উপজেলার ৩টি ইউনিয়নের আড়াই হাজার বেদে সম্প্রদায়কে স্থায়ী ভাবে বসবাসের ব্যবস্থা করে দেয়া হবে এবং এই বেদে সম্প্রদায়ের ছেলে-মেয়েদের চাকুরীতে প্রথম সুযোগ সুবিধা দেয়া হবে। লৌহজং উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফকির মো. আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব আবু সালেহ মো: মহিউদ্দিন, অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এ্যাড. ঢালী মোয়াজ্জেম হোসেন, লৌহজং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি তালুকদার, স্থানীয় চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, বেদে স¤প্রদায়ের সরদার মো: নজরুল ইসলাম, সাহেব আলী মেম্বার, মাসুম মাদবর প্রমুখ।