খােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের বিপরিতে সভাপতি পদসহ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামীলীগ। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নাজমুল হক ২১৪ ভোট পেয়ে সভাপতি এবং বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল হক ২১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে এ.কে.এম সামছুল ইসলাম, খগেশ চন্দ্র নাগ বাপ্পা, সহ-সাধারণ সম্পাদক পদে সঞ্জু বিকাশ চন্দ, জসিম উদ্দিন বাদল, ট্রেজারার পদে আমজাদ হোসেন, লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল খালেক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নিজাম উদ্দিন (৪), আপ্যায়ন ও সমাজ কল্যাণ সম্পাদক পদে হারুনর রশিদ হাওলাদার এবং সদস্য পদে সফিক উল্যাহ্ সুমন, রোকেয়া বেগম, দিদারুল ইসলাম অপু, আবদুর রহিম রাসেল ও আবু বকর ছিদ্দিক নির্বাচিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এ.এস.এম সামছুল আলম নির্বাচিতদের এ তথ্য দেন। তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। নির্বাচনে মোট ৪৩৮জন ভোটারের মধ্যে ৪২৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত ভোট গণনা চলে।
নির্বাচন চলাকালীন প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন ৮জন সহকারি নির্বাচন কমিশনার।