Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭: 14আজ শনিবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে আইইবি’র ৫৭তম কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

গতকাল শুক্রবার সকালে সংগঠনের চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইইবি নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আইইবি’র সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর। বক্তব্য দেন আইইবি’র প্রেসিডেন্ট মো. কবির আহমেদ ভূঞা। এ সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে চট্টগ্রামে আয়োজিত সংগঠনের ৫৭তম কনভেনশন উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে বলে জানান তারা।