খােলা বাজার২৪, শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭: আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার, প্রায়ই খেলার সময় তিনি নিজের মেজাজ হারিয়ে বসেন। সম্প্রতি আর্সেনালের এক ম্যাচ চলাকালীন ওয়েঙ্গার নিজের মেজাজা আবারও হারিয়ে বসেন। যার ফলস্বরুপ চার ম্যাচের জন্য তাকে টাচলাইনে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ২৫ হাজার পাউন্ডও তাকে জরিমানা গুণতে হয়েছে। ঘটনা গত রবিবারের। বার্নলির বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে খেলছিল আর্সেনাল। ম্যাচের শেষের দিকে পেনাল্টি পায় বার্নলি। তাতে গোল করে ১-১ ব্যবধানে সমতায় ফিরে বার্নলি। এতে উত্তেজিত হয়ে পড়েন ওয়েঙ্গার। পরে রেফারির নিদেশে তাকে ডাগআউট থেকে চলে যেতে হয়।
ওইদিন চতুর্থ ম্যাচ অফিসিয়ালের সঙ্গে অপেশাদার আচরণের জন্য চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ওয়েঙ্গার। এছাড়া ম্যাচ অফিসিয়াল অ্যান্থনি টেইলের সঙ্গে বাজে আচরণের কারণে ২৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে আর্সেনাল কোচকে। বার্নলির বিপক্ষে ওই ম্যাচটি শেষে অবশ্য ওয়েঙ্গার নিজের এমন আচরণের জন্য অনুতপ্ত হন। ওয়েঙ্গার বলেন, আমি সবকিছুর জন্য অনুতপ্ত। আমার উচিত ছিল চুপ থেকেই ঘরে ফিরে যাওয়া। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। এটা তেমন খারাপ কিছু ছিল না। আমি এমন কিছু বলেছিলাম যা আপনারা প্রতিনিয়তই আমার কাছ থেকে শুনে থাকেন।
১০টি সিদ্ধান্তের ৯টিই কখনো আপনার প্রতিকূলে যেতে পারে না। তবে এর জন্য প্রতিবাদ না করে আমাকে চুপ করেই চলে যাওয়া উচিত ছিল। নিষিদ্ধ হওয়ায় শনিবার এফএ কাপের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে আর্সেনালের খেলার সময় দলের সঙ্গে থাকা হচ্ছে না কোচের। বার্নলির সাথে ম্যাচটা রিপ্লে হলে ১১ ফেব্র“য়ারি প্রিমিয়ার লিগে হাল সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ডাগআউটে ফিরবেন ওয়েঙ্গার। । আর তা না হলে ওই ম্যাচের পর ফিরবেন।