Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭:  62মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ প্রসঙ্গে তিনি বলেন, মানবাধিকার ইস্যুতে মানবপাচার ও শিশু নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। তিনি বলেন, এখনও অনেক দরিদ্র মানুষ রয়েছেন যারা আইনি সহায়তা পান না। দরিদ্র মানুষ যাতে আইনি সহায়তা পেতে পারেন সেজন্য সরকার বেশ কিছু সুবিধা চালু করেছে। আজ শনিবার রাজধানীর সোনারগাঁওয়ে মানবাধিকার বিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক, ইউএনডিপির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদিপ্ত মুখার্জি, সিনিয়র আইনজীবী আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মানবাধিকার নিশ্চিত করতে কমিশন কাজ করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তদন্ত চলছে।