খােলা বাজার২৪, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭: পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে নাম লেখালেন টাইগার তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের বদলি হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে বেছে নিয়েছে দলটি। দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিজেদের টুইটার থেকে এক পোস্টে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স জানায়, দব্র্যাড হজের বদলি হিসেবে বাংলাদেশের কার্যকরী অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিতে পেরে আমরা আনন্দিত। ফেব্র“য়ারির ৯ তারিখ থেকে শুরু হবে এবারের পিএসএল। একই দিন বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। হায়দেরাবাদে ভারত সফরের একমাত্র টেস্টের জন্য ব্যস্ত থাকবেন রিয়াদ। তাই পিএসেলের শুরুতে কোয়েটা পাবে না তাকে।
এদিকে মাহমুদউল্লাহ বাদে তামিম ইকবাল খেলবেন পেশোয়ার জালমিতে। একই দলে সাকিবের খেলার কথা থাকলেও তিনি থাকছেন না। তার পরিবর্তে খেলবেন শ্রীলঙ্কার তিলকারতেœ দিলশান।