খােলা বাজার২৪, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭: নোয়াখালীর কবিরহাট উপজেলার পূর্ব রাজুর গাঁও গ্রামের স্বীকৃত রাজাকার, ভূমিদস্যু মোহাম্মদ আলী ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় নোয়াখালী জেলা শহর মাইজদী নিশাত প্লাজার কম্পিউটার ভিশনের মালিক ও পূর্ব রাজুর গাঁও গ্রামের মৃত নাজমুল হুদার পুত্র মো.মনির হোসেন (৩২) এবং স্থানীয় আবদুল্যাহ মিয়ারহাট বাজারের রুপালী টেডার্সের মালিক মো. পারভেজ আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় পূর্ব রাজুর গাঁও গ্রামের মৃত নাজমুল হুদার বসত বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র ও আহতদের পরিবারের সদস্যরা জানান, উপজেলার স্বীকৃত ৭১ এর যুদ্ধাপরাধী ও হালের ভূমিদস্যু মোহাম্মদ আলী স্থানীয় লোকদের ভূমির বিরুদ্ধে মিথ্যা মামলা ও খতিয়ান তৈরী করে জোরপূর্বক দখল কার্যক্রম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় মৃত নাজমুল হুদার পৈত্রিক সম্পত্তিতে লোলুপ দৃষ্টি পড়ে মোহাম্মদ আলীর। শুক্রবার সকালে মোহাম্মদ আলী ৮/১০জন সন্ত্রাসী নিয়ে ঐ ভূমি দখল করতে গেলে মৃত নাজমুল হুদার পুত্র ব্যবসায়ী মনির হোসেন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রাজাকার মোহম্মদ আলী ও তার সন্ত্রাসী বাহিনী মনিরের উপর দেশী অস্ত্র-সস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় স্থানীয় ব্যবসায়ী পারভেজ বাঁধা দিলে সন্ত্রাসীরা পারভেজ’কেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। সন্ত্রাসীদের হামলায় মনির ও পারভেজ গুরুত্বর আহত হলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরে সকাল ১১টায় জেলা শহর থেকে সাংবাদিকরা সরেজমিনে গেলে স্থানীয় ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আবুল খায়ের ও মুক্তিযোদ্ধা বাচ্চু বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মোহাম্মদ আলী পাকিস্থানী হানাদার বাহিনীর দোসর হয়ে এ এলাকায় ব্যাপক তান্ডব চালিয়েছিল। স্বাধীনতা পরবর্তী সময়েও রাজাকার মোহাম্মদ আলী এলাকার নিরীহ মানুষের ভূমি দখল সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। মৃত নাজমুল হুদার সম্পত্তি দখলের বিষয়টি উল্লেখ করে একাধিক মুক্তিযোদ্ধাসহ স্থানীয় এলাকাবাসী রাজাকার মোহাম্মদ আলীর বিচার দাবি করেন।
এদিকে, ব্যবসায়ী মনিরের উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তাঁর পরিবারের সদস্যরা জানান।