খােলা বাজার২৪, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭: এটিএন নিউজের রিপোর্টার ইশান দিদার ও ক্যামেরাপারসন আব্দুল আলীমের ওপড় পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে নীলফামারীর জলঢাকা প্রেসক্লাব। আজ রবিবার শহরের জিরো পয়েন্টে মানববন্ধনে জলঢাকায় কর্মরত সকল সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেনীপোশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি, জাসদ উপজেলা সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, জলঢাকা বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ্য আবেদ আলী ও অনাথ আশ্রম চাঁদমনির প্রতিষ্ঠাতা পিজিরুল আলম দুলাল বক্তব্য রাখেন। বক্তারা ইশান দিদার ও আব্দুল আলীমকে নির্যাতনকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সকল সাংবাদিক নির্যাতনের বিচার দাবি করেন।